• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সুপার মার্কেটগুলো

| আগস্ট 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির বড় বড় চেইন সুপার মার্কেটগুলো ইহুদিবাদী ইসরাইলের তৈরি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

হল্যান্ডের একটি দৈনিকের উদ্ধৃতি দিয়ে কুদস বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির অন্যতম একটি ব্যস্ততম ও বৃহত শপিং সেন্টার এরই মধ্যে ইসরাইলের তৈরি পণ্য বর্জনের কাজ শুরু করেছে।

বিখ্যাত’আলদি’ চেইন সুপার মার্কেট পরিচালনা কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে, আমেরিকা, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের ১৬টি দেশে অবস্থিত তাদের মার্কেটগুলোকে ইসরাইলি পণ্য বর্জনের নির্দেশ দেয়া হয়েছে।

হল্যান্ডের খ্যাতনামা বিপণন কেন্দ্র হুগোলাইতও ইসরাইলের অবৈধ ইহুদি উপশহরগুলোতে তৈরি পণ্য বর্জনের কাজ শুরু করেছে।

ইউরোপীয় ইউনিয়নও গত মাসে পূর্ব বায়তুল মোকাদ্দাস ও জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত ইহুদি উপশহরে ততপর ইসরাইলি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের জন্য ইউ’র সদস্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply