• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে মুহাম্মাদ মুরসির সমর্থনে বিক্ষোভ: সিসির পদত্যাগ দাবি

| আগস্ট 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। মিশরে যখন মুরসির সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান চলছে তখন এ বিক্ষোভ হলো।

প্যারিসে সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন মুরসির সমর্থকরা। গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের পর  মিশরের সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে সৌদি সরকার।

মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে সৌদি যোগসাজশ এবং দহরম-মহরমের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশের জন্য এ বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে বলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়।

একই সঙ্গে তারা জেনারেল সিসির পদত্যাগ এবং মুরসিকে পুনর্বহালের দাবি করেন।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply