তুষার ঝড়ে চরম দুর্ভোগে পড়েছে পেরু
ইউরোবিডি২৪নিউজঃ পেরুর দক্ষিণাঞ্চল দুই দিনের তুষারঝড়ে সম্পূর্ণ বিপর্যস্ত। প্রায় ১২ হাজার পরিবার চরম দুর্যোগপূর্ণ সময় পার করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। কেন্দ্রীয় সরকারের কাছে দুর্গত অঞ্চলে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, জ্যাকেট ও ওষুধ পাঠানোর অনুরোধ জানিয়েছেন ক্যারাবায়া প্রদেশের মেয়র রোনাল্ড। পার্বত্য অঞ্চলে ত্রাণ সহযোগিতার জন্য হেলিকপ্টার পাঠানোর কথা বলেন তিনি। প্রচণ্ড শীতে শিশু ও প্রবীণদের অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে হওয়ায় পেরুর দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশের বাসিন্দা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে সেখানকার অধিবাসীদের। শীতের তীব্রতার কারণে শ্বাসকষ্টের সমস্যা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। শস্যাদির উৎপাদন ব্যাহত হচ্ছে। গবাদিপশুও মারা যাচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ