• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অবিলম্বে বিশ্বনাথ বিএনপি নেতৃবৃন্দের মুক্তি ও জননেতা এম.ইলিয়াস আলীর ফেরত চাই-যুক্তরাজ্য বিএনপি

| আগস্ট 28, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বৃহত্তর সিলেটবাসীর প্রানের নেতা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা   এম.ইলিয়াস আলীর সন্ধান অন্দোলন থামানোর লক্ষে বর্তমান বাকশালী হাসিনা সরকারের   সাজানো মামলায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস   চেয়ারম্যান গৌছ খান, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল হক, বিশ্বনাথ   উপজেলা বিএনপির সহ সভাপতি রইছ উদ্দিন মাস্টার, ওদুদ মিয়া, মনির আহমদ, তাহিদ   মিয়া (চেয়ারম্যন) দপ্তর সম্পাদক বশির আহমদ, সহ দপ্তর সম্পাদক আনিসুজ্জামান   খান(মেম্বার), ওসমানী নগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির দপ্তর   সম্পাদক নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, ক্রীড়া সম্পাদক আব্দুল, বিশ্বনাথ উপজেলা  ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সুমন, সিলেট জেলা ছাত্রদলের   মেধাবী অন্যতম ছাত্রনেতা আব্দুল কাইয়ুমও ইমাম উদ্দিন প্রমুখ সহ বিশ্বনাথ  উপজেলা ও ওসমানী নগর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৯৪ জন নেতা  কর্মীর উপর মামলার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে   যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত   হয়।

সভাপতির বক্তব্যে শায়স্তা চৌধুরী কুদ্দুছ বলেন, ইলিয়াস আলী বাংলাদেশের   মানচিত্রে একটি নাম নয় একটি প্রতিষ্টান। আর এ প্রতিষ্টান ধংস করার পায়তারায়   বর্তমান বাকশালী আওয়ামী সরকার নীল্নকশার মাধমে বিশ্বনাথ তথা সারা দেশের   বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে কারাবন্ধী করে   নির্যাতন চালাচ্ছে তাই আজকের এ প্রতিবাদ সভা থেকে সরকার কে কঠোর হুশিয়ারী দিয়ে   বলতে চাই আর বেশী দিন নয় পালানোর পথ খোঁজে পাবেন না। আমাদের প্রতিটি কর্মীর   নির্যাতনের বদলা নেওয়ার জন্য প্রস্তুত। এবং সাধারণ সম্পাদক কয়্সর এম আহমদ   বলেন, বিশ্বনাথ সহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা কর্মী কে অবিলম্বে মুক্তি সহ   সকল মিথ্যা মামলা প্রত্যহার এবং আমাদের প্রানপ্রিয় নেতা জনাব এম.ইলিয়াস আলী কে   কাল বিলম্ব না করে ফেরত না দিলে যুক্তরাজ্য বিএনপি কঠোর কর্মসূচি দেওয়ার জন্য  প্রস্তুত।

যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুছের   সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে   বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,  সংগ্রামী সহসভাপতি আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আনা এম মিয়া, সিনিয়র যুগ্ম  সম্পাদক নাছিম আহমদ চৌধুরী, সহ সাধারন সম্পাদক এডভোকেট তাহের রায়হান চৌধুরী,   তাজ উদ্দিন, ব্যরিস্টার লিটন আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সহ  সাংগঠনিক এডভোকেট খলিলুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, কদর উদ্দিন,   যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আব্দুল বাসিত বাদশা, বিএনপির সহ যুববিষয়ক   সম্পাদক আফজাল হোসেন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন শাহীন,   যুবদলের সহ সভাপতি মোতাহার হোসেন লিটন, মোতাহের হোসেন, মাহবুব আলম লাহীন,   মুনিম ইনাম, জিতু মিয়া জায়্গিদার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান  সুমেদ, আব্দুল আহাদ, এহতেশাম হোসেন সামু, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম   প্রমুখ। এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ  সম্পাদক কয়ছর এম আহমদসহ বিএনপি নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সহ মুক্তিযোদ্ধা  বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামরুলকে বাংলাদেশে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র   নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  এবং তার নি:শর্ত মুক্তি দাবী করেছেন।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply