১৬ সন্তান জন্ম দিয়ে বৃটেনের সবচেয়ে বড় পরিবার রাডফোর্ড দম্পতির
যুক্তরাজ্য: ১৬ তম সন্তান জন্ম দিয়ে সু রাডফোর্ড হসপিটালে তার স্বামী নোয়েল রাডফোর্ডকে বলছে আমাকে বাড়ি নিয়ে চলো আমি আরও চাই। আর এই ১৬ তম সন্তান জন্ম দিতে তার লেবার টাইম লেগে ছিলো মাত্র ১৬ মিনিট!!!!!!!!!!!!!!!!
৯ ছেলে ও ৭ মেয়ে নিয়ে এরই মধ্যে বৃটেনের সবচেয়ে বড় পরিবারের খেতাব অর্জন করে নিয়েছেন রাডফোর্ড দম্পতি। তাদের প্রথম সন্তান ক্রিস (২৩), সোফির(১৮), ক্লোই (১৭), জ্যাক (১৫), ড্যানিয়েল (১৩), ল্যুইক (১১), মিলি (১০), কেটি (৯), জেমস (৮), এ্যলি(৭), অ্যামি(৬), জশ (৪), ম্যাক্স(৩) এবং টিলি(২)। গত বছর অক্টোবরে জন্ম নেয় অস্কার। আর মাত্র ১ মাস আগে পরিবারে যোগ দেয় ক্যাসপার।
এই দম্পতি নিজেদের একটি বেকারী দেখাশোনা করেন। সপ্তাহে তাদের খাবার খরচ £২৫০ পাউন্ড। তারা সরকারের কোনো বেনিফিট নেন না।
তারা ৯টি শোয়ার ঘর সমৃদ্ধ একটি প্রাক্তন কেয়ার হোমে বসবাস করেন যেখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সাইজের একটি ওয়াশিং মেশিন এবং একটি জায়ান্ট ফ্রিজ যার ভেতর তাদের দৈনিক খাওয়ার পাহাড় সমান খাবার স্টক রাখা হয়।
মাত্র ১৮ বছর বয়সে সু স্কুল শেষ করে বিয়ে করেন। তার পর একে একে ১৬ সন্তান জন্ম দেন॥ ইতি মধ্যে রাডফোর্ড দম্পতির বর্ধিত পরিবারে এসেছে নতুন অতিথি মেয়ে সোফির ঘরে নাতনি ডেইজি।
সূত্র: মেইল অনলাইন
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, যুক্তরাজ্য