• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে মহা সংঘদান সম্পন্ন

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ 

আবু তাহির,ফ্রান্স:

অহিংসা পরম ধর্ম, জগতের সকল প্রানী সুখী হউক গৌতম বৌদ্ধের এই বানীকে সমুন্নত রেখে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে গত ০১ সেপ্টেম্বর প্যারিসের বানিয়স্থ কম্বোডিয়ান বৌদ্ধ বিহারের বিহার ভেনেরাভেল চু কিম থিন এর পারলৌকিক শান্তি ও বিশ্বের মানব জাতির শান্তি কামনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহা সংঘদান উৎসব সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে, র‌্যালির মাধ্যমে বৌদ্ধ বিহার পরিক্রমায় কল্পনা বড়ুয়া, মিসেস টগর বড়ুয়া, সৌমা বড়ুয়া, মুন্নি বড়ুয়া, এমি বড়ুয়া, দৃষ্টি বড়ুয়া, সাবুল বড়ুয়া, পলি বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ পূজা সম্পন্ন করে।

সকাল ১১ টায় বাবু ছোটন বড়ুয়া ও মিঠু বড়ুয়ার পরিচালনায় স্বাগত বক্তব্যে এডভোকেট প্রদ্বীপ বড়ুয়া টিপু বলেন সাম্যবাদী দর্শন অনুশীলনের মাধ্যমে বিশ্বের সকল জীবের একত্রে মৈত্রী ও ভ্রাতৃত্ব বন্ধনের আহ্বান জানান।এবং বানিয়াস্থ কম্বেডিয়ান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভেনারেবেল রোজ উনথান ও অন্যান্য ভিক্ষুদের মূল্যবান ধর্মদেশনার মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।

দ্বিতীয় পর্বে, প্রীতিভোজ অনুষ্ঠানে বাঙ্গালী বৌদ্ধ ও কম্বোডিয়ান বিশিষ্ট উপসিকদের সাথে কুশলাদি বিনিময় ও বৌদ্ধ দর্শনের অনুশীলন ও প্রয়োজনীয়তা নিয়ে গুরত্বপূর্ন আলোচনা করা হয়। এবং আগামীতে আরো ব্যাপকভাবে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে উদযাপন করা হবে।অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর ও স্বার্থক করার জন্য যারা সর্বাত্বক সহযোগীতা করেছেন তারা হলেন, বাবু তাপস বড়ুয়া রিপন, রাজীব বড়ুয়া, স্বদেশ বড়ুয়া (মনা), রিজু বড়ুয়া, নিপু বড়ুয়া, সজল বড়ুয়া, রিটন বড়ুয়া, সুভাশিষ বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, পান্না বড়ুয়া, চন্দন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, অম্লান বড়ুয়া কুটু, নয়ন বড়ুয়া, কাপন বড়ুয়া, রবিন বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, উজ্জল বড়ুয়া, নন্দন বড়ুয়া সহ আরো অনেকে। গুরু দক্ষিনা দান করেন তাপস বড়ুয়া রিপন, স্বদেশ বড়ুয়া, রাজীব বড়ুয়া, রিজু বড়ুয়া, নিপু বড়ুয়া, টিপু বড়ুয়া, সজল বড়ুয়া সহ আরো অনেকে।

তৃতীয় পর্বে, ভেনেরাভেল চু কিম থিন এর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ প্রবাসী বাংলাদেশী বৌদ্ধদের পক্ষ থেকে একটি ভিশাল আকারের ভান্তের প্রতিকৃত কম্বেডিয়ান বৌদ্ধ বিহারের কতৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। সবশেষে ফ্রান্সে বাঙ্গালী বৌদ্ধদের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব বাবু তাপস বড়ুয়া রিপন, রাজীব বড়ুয়া, ছোটন বড়ুয়া সিদ্ধান্ত নেন অগামী বছর সর্বইউরোপীয় প্রবাসী বৌদ্ধদের একত্রিত করে প্যারিসে একটি বৌদ্ধ সম্মেলন করবেন উপস্থিত সকলে এতে সম্মতি প্রকাশ করেন এবং সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply