• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মমর কথার প্রতিবাদ করলেন অভিনেত্রী মীম

| সেপ্টেম্বর 7, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  সম্প্রতি জাকিয়া বারী মম,  বিদ্যা সিনহা মীমসহ একাধিক তারকার  শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিদ্যা সিনহা মীম দেশের একটি দৈনিক পত্রিকায় মমর মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন।

মীম বললেন, ‘আসলে মম আমার বিরুদ্ধে, শুধু আমার বিরুদ্ধেই নয় আরও অনেকের বিরুদ্ধেই বলেছে। কেন এবং কোথা থেকে এসব কথা পেল আমি ভাবতেই পারি না। কোনো কারণও খুঁজে পাই না। সেই জানে, কতটুকু সত্য বলেছে আর মিথ্যা। আমার জাহাঙ্গীরনগরের টিচাররাও বিষয়টা জেনে হতবাক হয়েছে। আমি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছেড়েছি, তার মানে এই নয় যে সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যাতায়াতে অনেক দূর হওয়ার কারণেই আমি জাহাঙ্গীর নগর ছেড়ে সাউথ ইস্টে ভর্তি হয়েছি। মূলত পরিবারের জন্যই। এমনিতে শুটিং করি, তার উপর পড়ালেখা এবং যাতয়াতেই যদি কয়েক ঘণ্টা শেষ হয়ে যায় তাহলে তো হয় না। তাই জাহাঙ্গীরনগর ছেড়েছি। কিন্তু সেখানকার টিচারদের সঙ্গে এখনও আমার কথা হয়। তারা আমাকে অনেক স্নেহ করেন। এসব কথা কোত্থেকে পেল আমি নিজেও বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনোই কে কী করল, কী হলো এসব নিয়ে মাথা ঘামাই না।’

Category: 1stpage, প্রচ্ছদ, বিনোদন

About the Author ()

Leave a Reply