• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অলিম্পিক ২০২০ হবে টোকিওতে

| সেপ্টেম্বর 8, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ভোটাভুটিতে জিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক হওয়ার অধিকার লাভ করে টোকিও।  হেরে যায় তুরস্কের ইস্তাম্বুল এবং স্পেনের মাদ্রিদ।২০২০ অলিম্পিকের আয়োজক বেছে নিতে ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। চূড়ান্ত রাউন্ডে তুরস্কের ইস্তাম্বুলকে ৬০-৩৬ ভোটে হারায় টোকিও। প্রথম রাউন্ডের ভোটাভুটিতে বাদ পড়ে মাদ্রিদ।ভোটাভুটির পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম।আয়োজক হতে জাপানের আবেদনে বলা হয়েছে, অলিম্পিক আয়োজনে অলিম্পিক স্টেডিয়ামসহ ১০টি নতুন ভেনিউ তৈরি করা হবে।জাপানের পথে বড় বাধা ছিল ২০১১ সালে দুর্ঘটনায় পড়া ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট। টোকিও থেকে এটা ২৪০ কিলোমিটার দূরে। তবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এতে কখনই টোকিওর কোনো ক্ষতি হয়নি। হবেও না।ইস্তাম্বুলের আবেদনে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অ্যাথলেটদের বেশ কয়েকটি ডোপিং কেলেঙ্কারি, রাজনৈতিক অস্থিরতা আর প্রতিবেশী সিরিয়ায় সংঘর্ষ।২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো।টোকিও এশিয়ার প্রথম শহর যে ২ বার অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পেল । ১৯৬৪ সালের প্রথমবার অলিম্পিক আয়োজনের মর্যাদা পেয়েছিল শহরটি।

Category: 1stpage, আন্তর্জাতিক, খেলাধুলা, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply