• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

থ্রিডি ভিডিও কলিং সুবিধা নিয়ে আসছে স্কাইপ!

| সেপ্টেম্বর 8, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ইন্টারনেটভিত্তিক কলিং সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ থ্রিডি ভিডিও কলিং ব্যবস্থার উন্নয়ন করছে। মাইক্রোসফটের অধিগ্রহণ করা প্রতিষ্ঠান স্কাইপের সেবা চালুর ১০ বছর পূর্তিতে দেয়া এক সাক্ষাৎকারে দেওয়া স্কাইপের নির্বাহী মার্ক জিলেট জানান,  এর মাধ্যমে কোনো ব্যক্তি সশরীরে উপস্থিত না হয়েও সক্রিয়ভাবেই কোনো জরুরি সভায় অংশ নেয়ার মতো প্রযুক্তির উন্নয়ন ঘটানো হচ্ছে। স্কাইপের নির্বাহীরা জানিয়েছেন এ ধরনের প্রযুক্তি উন্নয়নে অনেকখানি এগিয়ে গেলেও গ্রাহকপর্যায়ে পৌঁছতে কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে।

১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে কথা বলার জনপ্রিয় সেবা স্কাইপ। বিনামূল্যে ভিডিও কল করা, ভয়েস কল ও এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত স্কাইপ যাত্রা শুরুর পর থেকেই ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে প্রতিদিন ৩০ কোটি ব্যবহারকারী ২০০ কোটি মিনিট কথা বলেন স্কাইপ ব্যবহারের মাধ্যমে। স্কাইপ টেকনোলজিসের তৈরি স্কাইপ সফটওয়্যারটি ২০১১ সালে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্কাইপে থ্রিডি ভিডিও কল করার সুবিধা চালু হলে ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে স্কাইপ। দ্রুতগতির ইন্টারনেট, থ্রিডি ক্যামেরা ও থ্রিডি-স্ক্রিনের সাহায্যেই কেবল এ ধরনের ভিডিও কল করা যাবে।

Category: 1stpage, Scroll_Head_Line, তথ্যপ্রযুক্তি, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply