• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

চলচ্চিত্রে পূর্ণিমার শেষ বছর!

| সেপ্টেম্বর 9, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ চলতি বছরই নায়িকা পূর্ণিমার চলচ্চিত্র জীবনের ‘শেষ বছর’ হিসেবে চিহ্নিত হবে বলে চলচ্চিত্র বোদ্ধারা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ, পূর্ণিমা ইতিমধ্যে চলচ্চিত্র জগৎকে গুডবাই জানিয়েছেন। মাঝেমধ্যে নাটক এবং বিজ্ঞাপনে কাজ করলেও চলচ্চিত্রের প্রতি কোন আগ্রহ দেখাচ্ছেন না তিনি। নামীদামি ক’জন পরিচালকের অফারও তিনি ফিরিয়ে দিয়েছেন। এতে কেউ কেউ প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন। যে চলচ্চিত্র দিয়েই পূর্ণিমার আজকের অবস্থান, বাড়ি-গাড়ি, সেই চলচ্চিত্রকে অবজ্ঞা করার বিষয়টি পূর্ণিমার ঘনিষ্ঠজনরাও মেনে নিতে পারছেন না। এদিকে পূর্ণিমা অভিনীত ছবির সংখ্যাও হাতেগোনা। মাত্র দুটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। একটি অসমাপ্ত। মুক্তির মিছিলে থাকা ছবি দুটি হলো সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’।

পূর্ণিমার ঘনিষ্ঠজনরা ওই দুই ছবির দিকেই তাকিয়ে আছেন। কারণ, দুটি ছবির সাফল্যের পর যদি পূর্ণিমার মত পাল্টায়। যদি তিনি আবারও ফিরে আসেন। কারণ, চলচ্চিত্রে শেষ বলে কোন কথা নেই। অনেকেই এর আগে অনেকবারই বিদায় নিয়েছেন, আবার ফিরে এসেছেন। পূর্ণিমাও এই দলে। অতএব, সিদ্ধান্ত পাল্টানো অসম্ভব কোন বিষয় নয়। ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে পূর্ণিমার নায়ক রিয়াজ ও আমিন খান এবং ‘ছায়া-ছবি’তে আরেফিন শুভ। ‘টু বি কন্টিনিউড’ ছবিতে পূর্ণিমার নায়ক তাহসান।

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিনোদন

About the Author ()

Leave a Reply