• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউনেস্কো লিটারেসি পুরস্কার ২০১৩ লাভ করলো আহসানিয়া মিশন বাংলাদেশ

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউনেস্কো লিটারেসি পুরস্কার ২০১৩ লাভ করলো আহসানিয়া মিশন বাংলাদেশ

ইউরো সংবাদ: 

আবু তাহির,ফ্রান্স :  শিক্ষা ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩  আন্তজার্তিক পুরস্কার প্রদান করেছে বিশ্বের ৫টি দেশ কে। এর মধ্যে বাংলাদেশের আহসানিয়া মিশন লাভ করেছে এই পুরস্কার। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে   ৯ সেপ্টেম্বর আনুষ্টানিকভাবে  এ পুরস্কা্র প্রদান করা হয়।

চীন ও কোরিয়ার সহযোহিতায় বিশ্ব সাক্ষরতা দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা  ইউনেস্কো ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের প্রথম দিন ৯ই সেপ্টেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সেমিনার  অনুষ্টিত হয়। ঢাকার আহছানিয়া মিশন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিশেষ করে  গ্রামীন বয়স্ক  ও নারী শিক্ষা, মানব উন্নয়ন, স্বাস্থ্যসেবা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ এ আন্তজার্তিক পুরস্কার লাভ করে।

এর পুর্বে আহসানিয়া মিশন ২০০৩ সালে ইউনস্কো থেকে স্বক্ষরতা পুরস্কার লাভ করে। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা পুরস্কার হিসেবে নগদ ২০০০০ ডলার, একটি পদক ও একটি সার্টিফিকেট তুলে দেন মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে। পুরস্কার গ্রহনের পর রফিকুল আলম জানান আহসানিয়া মিশন প্রতি বছর ৪লক্ষ নারি পুরুষকে স্বক্ষরতার জ্ঞান দিয়ে থাকে। সেই সাথে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয় মুখি করে যাচ্ছে তাদের মিশন।তিনি জানান পথ শিশুদের ৩শত একর জমির উপর প্রকল্প তৈরী করতে যাচ্ছে আহসানিয়া মিশন।

বিশ্ব সাক্ষরতা দিবস অনুষ্টানের শুরুতে উদ্ভোধনী বক্তব্য রাখেন ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা । তিনি বলেন, সাক্ষরতা শিক্ষার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ন। কারন সাক্ষরতাই হচ্ছে ভবিষ্যতের  চূড়ান্ত বিনিয়োগ এবং  মানব উন্নয়নের প্রথম ধাপ। আমরা চাই একবিংশ শতাব্দীতে প্রত্যেক শিশু  পড়তে ও লিখতে পারবে এবং তাদের দক্ষতা কাজে লাগিয়ে পূর্ন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে। বাংলাদেশের পাশাপাশি ভারত, চাঁদ, নাবিবিয়া এবং কোট ডি আইভরিও বিশ্ব সাক্ষরতা দিবসের বিভিন্ন পুরস্কার লাভ করেছে।

উল্লেখ্য,  ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে। ১৯৬৬ সাল থেকে বিশ্বব্যাপী  পালিত হচ্ছে দিনটি এবং ১৯৬৭ সাল থেকে  লিটারেসি প্রোগ্রাম আন্তর্জাতিক এ্যাওয়ার্ড চালু করে জাতিসংঘের  এই সংস্থাটি।

Category: 1stpage, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply