রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশনে যুক্ত হলো সিরিয়া
আন্তর্জাতিক: রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশনের পূর্ণ সদস্য হয়েছে সিরিয়া। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
জাফারি বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তিতে সই করবে এ সংক্রান্ত একটি নির্দেশপত্রে ইতিমধ্যে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ-আল-মোয়াল্লেমের স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বরাবর পাঠানো হয়েছে।
এদিকে গতকাল রুশ টেলিভিশন রোশিয়া ২৪ কে দেওয়া সাক্ষাতকারে বাশার আসাদ বলেছেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণে এ পদক্ষেপ নিচ্ছেন রাশিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নয়। আসাদ বলেন, যখন আমরা দেখবো যুক্তরাষ্ট্র আমাদের এ অঞ্চলে সত্যিকার অর্থেই শান্তি চায় আর সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করছে ঠিক তখন থেকে আমরা মনে করবো যে এখন প্রয়োজনীয় পদক্ষেপ চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া দরকার।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ