সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যত নিয়ে ঐক্যমতে পৌছেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক: জেনেভায় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ বলেন, রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বারাক ওবামা যে কর্মসূচি দিয়েছিলেন তাতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে।
জেনেভা বৈঠক শেষে জানা যায়, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের পরিকল্পনা আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে। খুব শিঘ্রই সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার উদ্যোগ নেওয়া হবে বলে ল্যাভরোভ জানিয়েছেন।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়া সংক্রান্ত যে পরিকল্পনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রয়েছে সেই আলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি নিষেধাজ্ঞা তৈরী করবে। দামাস্কাস যদি শর্তপূরণ না করে সেক্ষেত্রে সামরিক অভিযান চালানো হতে পারে। সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরন করার জন্য বাশার আসাদকে আন্তর্জাতিক শর্তাবলী মানার জন্য আহবান জানিয়েছন।
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের সমস্যা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন জন কেরি। একই সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভকে তাঁর ঐকান্তিক চেষ্টা এবং রাশিয়ার প্রতিনিধি দলকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জন কেরি।
জন কেরির সাথে বৈঠক অত্যন্ত ফলপ্রসু ছিল বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ।
সিরিয়াকে ১ সপ্তাহের মধ্যে রাসায়নিক অস্ত্রের তথ্য জানাতে হবে
রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে যে, আগামী ১ সপ্তাহের মধ্যে দামাস্কাস রাসায়নিক অস্ত্রের পূর্ণ তথ্য জাতিসংঘের কাছে পেশ করবে। শনিবার জেনেভায় রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে গৃহিত চুড়ান্ত ঘোষণায় এ কথা জানানো হয়।
সংবাদে বলা হয়, বেধে দেওয়া এ সময়ের মধ্যে সিরিয়ার সরকার দেশটিতে মজুদ থাকা রাসায়নিক অস্ত্রের পরিমাণ, নামকরণ, ধরণ, সংরক্ষণ স্থান এবং তৈরী প্রক্রিয়াকরণ ব্যাখ্যা করতে হবে।
উল্লেখ্য, শনিবার জেনেভায় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভবিষ্যত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ