রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে এক বছর সময় লাগবে: আসাদ
আন্তর্জাতিক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সময় লাগবে এক বছর এবং অর্থ খরচ হবে ১০০ কোটি ডলার।
মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, “কারিগরি দিক দিয়ে এটি হবে একটি ব্যাপক জটিল অভিযান এবং এর জন্য প্রয়োজন হবে বিপুল পরিমান অর্থকড়ি; যার পরিমান প্রায় ১০০ কোটি ডলার।”
দ্রুত সময়ের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার যে কথা আমেরিকা বলছে সে প্রসঙ্গে প্রেসিডেন্ট আসাদ বলেন, “আপনারা বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন, তাদের কাছে জানতে চান কতদিন সময় লাগবে।এ ধরনের অস্ত্র ধ্বংস করতে হয় পর্যায়ক্রমে সময়সীমা নির্ধারণ করে। এটি অন্তত এক বছর সময় নেবে এবং তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে।
সিরিয়ার বিরুদ্ধে সম্প্রতি আমেরিকা সামরিক হামলার দিনক্ষণ ঘোষণা করে উল্টোগণনা শুরু করে দিয়েছিল। গত ২১ আগস্ট সিরিয়ার সরকার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক হামলা চালিয়ে শত শত মানুষকে মেরে ফেলেছে বলে বিদ্রোহীরা অভিযোগ করার পর ওই রণদামামা বাজাতে থাকে ওয়াশিংটন।
কিন্তু দামেস্ক এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ ডেকে আনতে ওই রাসায়নিক হামলা চালিয়েছে।
এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, তার দেশের রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে ছেড়ে দেয়ার রুশ প্রস্তাবে সম্মত হয়েছে দামেস্ক। ৯ সেপ্টেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাতে ওই পরিকল্পনার কথা উত্থাপন করেন। রাশিয়া ওই প্রস্তাব উত্থাপনের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ওপর হামলার পরিকল্পনা স্থগিত করেন।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ