• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ক্বারী হাফিজ আব্দুল হান্নান (কাতার হুজুর) স্মরণে কার্ডিফে মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত

| সেপ্টেম্বর 20, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
বদরুল মনসুর, কার্ডিফ থেকে : সিলেটের গোলাপগঞ্জ এর লক্ষনাবন্দ হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক ও আনজুমানে হুফ্ফাজে কুরআন এর প্রধান উপদেষ্ঠা ও প্রেট্টন বিশিষ্ট সমাজ সেবক ইসলামি চিন্তাবিদ শিক্ষানুরাগী, কাতার প্রবাসী মরহুম ক্বারী হাফিজ আব্দুল হান্নান (কাতার হুজুর) স্মরনে আনজুমানে হুফ্ফাজে কুরআন ইউকে’র উদ্যোগে অতি সম্প্রতি বৃটেনের ওয়েলস এর কার্ডিফ শহরে এক স্মরণ সভা ও ইসালে সাওয়াব মাহফিল খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কার্ডিফ জালালিয়া মসজিদের খতীব ও ইমাম বিশিষ্ট মাওলানা হাফিজ মুহাম্মদ বশির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুমের বৈচিত্রময় জীবনের ওপর আলোচনা করেন হাফিজ সালাহ উদ্দিন।

স্মরণ সভা ও মিলাদ মাহফিলে ডেইলি সিলেট এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক বাংলাটিভি’র সাংবাদিক মনসুর আহমদ মকিস।

জালালিয়া মসজিদের প্রেসিডেন্ট বশির আহমদ, সেক্রেটারী হাজী লিয়াকত আলী, হাফিজ মাওলানা ফারুক আহমদ, হাফিজ আব্দুল মুমিন, হাফিজ খায়রুল আলম, ক্বারী নুরুল ইসলামসহ কমিউনিটির অন্যান্য মুয়াব্বিয়ানে কেরাম ও প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন বলেন মরহুম কাতারী হুজুর ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত গোপালগঞ্জের হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

কাতার এর একটি মসজিদের ইমামমতির দায়িত্ব পালনসহ আমৃত্যু দেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদ, মকতব ও গরীব অসহায় মানুষের কল্যানে এবং গরীব মেধাবী ছাত্রদেরকে আর্থিক অনুদান প্রদানসহ দেশে বিদেশে কুরআন হাদীসের খেদমত করে গেছেন। তার মৃত্যুতে ইসলামিক উন্নয়নের অপূরনীয় ক্ষতি হয়েছে।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply