• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে উদ্বযাপন করা হয়েছে বাংলা টিভির ১৫ তম বর্ষ পদার্পন

| সেপ্টেম্বর 20, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:   রবিবার ফ্রান্সের প্যারিসে স্থানীয় সংবাদকর্মী,কমিউনিটি ব্যাক্তিবর্গ,রাজনীতিবিদ,ও সামাজিক সংগঠনের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শুরু হয় বাংলা টিভির জন্ম দিনের অনুষ্টানের পথম পর্ব।

এসময় প্যারিস থেকে প্রকাশিত মাসিক নবকন্ঠ,প্যারিসের বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বাংলাদেশ ইয়ুথ ক্লাব, কুলাঊড়া সাথী চ্যারেটি,ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদ, বড়লেখা উপজেলা বাসী, চাদপুর সমিতি,বঙ্ঘবন্ধু রিচার্স সেন্টার,ফ্রান্স আওয়ামিলিগ,ফ্রান্স বি এন পি,ইলিয়াস মুক্তি পরিষদ,সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ,রেইড এন্ড বিডি,মিডিয়া টেলিকম,কতুয়ার দে বাংলা সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

২য় পর্বে সাংবাদিক নুরুল ওয়াহিদের সভাপতিত্বে বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি সেলিম উদ্দিনের পরিচালনায় বাংলাটিভির আগামীর পথচলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের বার্তাসম্পাদক কাজি আজিজুল ইসলাম,ওয়াহিদ ভার তাহের,ড.আব্দুল মালেক,সোনাম উদ্দিন খালেক,খান জামাল,শরিফ আল মুমিন,সালেহ আহমদ চৌধরী,আব্দুল মতিন,মিন্টু চৌধরী,আশরাফুল ইসলাম,স্বপন আহমদ,মামুন আহমদ,মফিজ আলী,খান জালাল,আবু তাহির,জুনেদ আহমদ,সোহাইল আহমদ,খান বাবু রুমেল,শাহিন আহমদ,নজরুল চৌধরী,এনায়েত সোহেল,পারভেজ আহমদ সহ অনেকে। সর্ব শেষ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন খান বাবু রুমেল,নিশিতা বড়ুয়া,দিপক দেবনাথ।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply