উত্তর কোরিয়াকে ঠেকাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তি
ইউরোবিডি২৪নিউজঃ উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া নতুন একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে।
বুধবার স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য এখনই কিংবা যুদ্ধকালে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় দেশ দুটির মধ্যে কৌশলগত কাঠামোর মধ্যে সামরিক জোট তৈরি করা বলে এক যৌথ বিবৃতিতে জানা গেছে।
উল্লেখ্য, চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল স্বাক্ষর করেন। তিনি দক্ষিণ কোরিয়াকে প্রচলিত ও পরমাণু উভয় ক্ষেত্রে তাদের সাধ্যমতো সামরিক সহায়তা দেয়ার অঙ্গিকার পূর্নব্যক্ত করেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ