ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ঢাবি সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিষ্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীর শীর্ষস্থানীয় সংগঠন গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন, বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন, নোয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শুভেচ্ছা ও বিবৃতিতে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এতে অভিনন্দনজ্ঞাপনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম এ সালাম (ভিপি হারুন), কোষাধ্যক্ষ আনেয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন লিটন, আব্দুল হক রাজ, বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন ইউকে এর চেয়ারপার্সন আতাউল্লাহ ফারুক, সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ।
এতে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমান বলেন, নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিস্টার অসীম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচিত হয়ে নোয়াখালীর নাম আরো উজ্জ্বল করেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাঁর সর্বাঙ্গিন সাফল্য কামনা করি।
বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়নের চেয়ারপার্সন আতাউল্লাহ ফারুক, শিক্ষাক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য সবসময়ই শিক্ষিত ও যোগ্য ব্যক্তি প্রয়োজন। সিনেট নির্বাচনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম নির্বাচিত হওয়ায় ঢাবি শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বিরাজ করবে বলে আমি মনে করি। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা অবসান ঘটানোর জন্য আমাদের শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর মতো ব্যক্তিদের প্রতিনিধিত্ব প্রয়োজন।
এতে আরো বিবৃতি প্রদান করেন – নোয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সদস্য রহমত উল্ল্যা শিপন, সহ সভাপতি আশরাফ হোসাইন, বাকী উল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হোসেন নিজাম, শরীফ খান সোহাগ, জাকির হোসেন মানিক, মনোয়ার হোসাইন প্রমুখ।
Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ