• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধংস করার কাজ শুরু করেছেন ওপিসিডব্লিউ’র বিশেষজ্ঞরা

| অক্টোবর 6, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ কনভেনশেন ( ওপিসিডব্লিউ) সংস্থার বিশেষজ্ঞরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধংস করার কাজ শুরু করেছেন। সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স রোববার এ খবর জানিয়েছে।

ওপিসিডব্লিউ’র বিশেষজ্ঞরা ৭ অক্টোবর সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের তদন্তের কাজ শুরু করবেন বলে এর আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন এক বিবৃতি বলেছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার ওপিসিডব্লিউ’র ৩৩ সদস্যবিশিষ্ট একটি দল সিরিয়ায় পৌঁছায়। ওই দলে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চেক প্রজাতন্ত্র, উজবেকিস্তান, চীন, কানাডা, নেদারল্যান্ডস ও তিউনিশিয়ার নাগরিক রয়েছেন। তবে ওই দলের ১৯ জনই হচ্ছেন ওপিসিডব্লিউ’র বিশেষজ্ঞ এবং বাকিরা জাতিসংঘের কর্মকর্তা।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply