• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইতালির ঘাঁটিতে মেরিন সেনা পাঠালো আমেরিকা: লক্ষ্য লিবিয়া

| অক্টোবর 9, 2013 | 0 Comments

  ইউরো সংবাদ: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সন্ত্রাসী অভিযান চালিয়ে কথিত আল-কায়েদা নেতা আনাস আল-লিবিকে অপহরণের পর ইতালির একটি ঘাঁটিতে মেরিন সেনা পাঠিয়েছে আমেরিকা। এ ঘাঁটি লিবিয়ার কাছেই অবস্থিত।

 মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইতালির এ ঘাঁটিতে ২০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা সবাই ভারি অস্ত্রে সজ্জিত। এসব সেনাকে স্পেনে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ইতালির সিগোনেলা ঘাঁটিতে আনা হয়।

 মার্কিন সূত্র বলছে,  আমেরিকার পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছে।

 এ বিষয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ত্রিপোলির অভিযান ও লিবিকে অপহরণের পর লিবিয়ায় আমেরিকার দূতাবাসে নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। আর এ চিন্তা থেকেই লিবিয়ার কাছে ইতালির ঘাঁটিতে মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস অ্যন্টোনিওতে আল-লিবিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, জিজ্ঞাসাবাদের সময় তার জন্য কোনো আইনজীবী রাখা হয়নি।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply