• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

খাদ্য ঘাটতির মুখে ইউরোপের সাড়ে ৪ কোটি মানুষ: রেড ক্রস

| অক্টোবর 11, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ খাদ্য ঘাটতির মুখে রয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এ তথ্য দিয়েছে। সংস্থাটি ইউরোপের এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে উল্লেখ করেছে।

 এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের মহাসচিব বেকেলে জেলেটা গতকাল জেনেভায় এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ইউরোপের কোটি মানুষের অর্থনৈতিক বেহাল দশা এবং খাদ্য ঘাটতির করুণ চিত্র ফুটে উঠেছে।

 এ প্রতিবেদনে আরো ফুটে উঠেছে- ইউরোপের এক কোটি ২০ লাখ মানুষ দারিদ্র ঝুঁকির মুখে রয়েছে আর যেসব দেশ অর্থনৈতিক দুরাবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে সেসব দেশেরও বিরাট সংখ্যক মানুষ ভুগছে অর্থনৈতিক সমস্যায়।

 তিনি এ অবস্থাকে গত ৬০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করেছেন।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Greece, ইউরো-সংবাদ - Italy, ইউরো-সংবাদ - Portugal, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply