মালয়েশিয়ায় বাংলাদেশিদের ঈদের জামাত
বিশ্বজুড়ে বাংলা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ বিসনেস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ বাদল।
‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ’ বাংলাদেশে এই কথার প্রচলন থাকলেও প্রবাসী বাংলাদেশিদের জীবনে তার বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল।
প্রবাসে যারা ঈদ করছেন তাদের ঈদ হয় একটু কষ্টের, বেদনাদায়ক। কারণ ঈদের আনন্দঘন মুহুর্তে প্রিয়জন কাছে না থাকায় প্রবাসীদের মনটা বিষন্নতায় ভরে উঠে।
প্রতি বছরই প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ায় ঈদুল আযহা উদযাপন করেন। তারই ধারবাহিকতায় এ বছর সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরে বাংলা মার্কেটে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আযহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশ গ্রহণ করতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা কুয়ালালামপুরের কুতারার বাংলামার্কেটের সামনে নির্মিত অস্থায়ী ঈদগাহ মাঠে উপস্থিত হন।
প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলামার্কেটে বাংলাদেশি সুরাও মাদ্রাসা বাইতুল মামুর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। মনে হয় এ যেন একখণ্ড বাংলাদেশ।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি হাফেজ মাওলানা আবু তাহেরের মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা দুনিয়ার সব লোভ-লালসা ভুলে গিয়ে কান্না জড়িত কণ্ঠে ভেঙ্গে পড়েন বিধাতার দরবারে।
মোনাজাতের পর কোলাকুলির মাধ্যমে নিজেদের কষ্টটা ভাগ করে নেন প্রবাসীরা।
ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন (মুকুল), সহ-সভাপতি হাজি মো. জাকারিয়া, সহ-সভাপতি অহিদুর রহমান, সহ-সভাপতি আ. করিম, মাহতাব খন্দকার, যুবলীগ সভাপতি মো. কামাল চৌধুরী, কামাল হোসেন, এ.কে.এম আবুল হুসেন, শাখাওয়াত হোসেন জোসেফ, মাহবুবুর রহমান রুবেল। বিএনপি’র মালয়েশিয়া শাখার শহীদুল্লাহ শহীদ মাহবুল আলম শাহ, এনায়েত হোসেন, আব্দুল আজিজ, কাজী মো. সালাউদ্দিন ও উপদেষ্টা হাজি কবির, সিরাজুল ইসলাম সুজন, মো. আবাদ, মালয়েশিয়া বাংলাদেশি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু, বসীর আহমেদ ফারুক, আমিনুল ইসলাম রতন, শাহিন, রফিকুল ইসলাম ও জহিরুল ইসলাম হিরন প্রমুখ।
ঈদ উদযাপনে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন, প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানান।
এ ছাড়া কেপং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, সেরডাং, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারুতেও শত শত বাংলাদেশিরা ঈদের জামাত আদায় করেন। এদিকে কোতারায়া বাংলা মার্কেটসহ অনুষ্ঠিত ঈদের নামাজ আদায়ে সবধরণের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল পুলিশ।
Category: বিশ্বজুড়ে বাংলা