বিক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা কানাডায়; ব্যাপক সংঘর্ষ
আন্তর্জাতিক: কানাডার ‘নিউ ব্রুন্সউইক’ প্রদেশে ‘শেল গ্যাস’ অনুসন্ধান প্রকল্পবিরোধী বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিয়েছে। সংঘর্ষে বহু লোক আহত হয়েছে। গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। পুলিশ বলছে, বিক্ষোভকারীদের মধ্য থেকেই কেউ গুলি ছুড়েছে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে প্রদেশটির রেক্সটন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষুব্ধ জনতা পুলিশের অন্তত পাঁচটিসহ বহু গাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। ব্রুন্সউইকে পুলিশ-জনতা সংঘর্ষের পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীদের সমর্থনে রাজধানী অটোয়া, অন্টারিও ও মানিটোবার অধিবাসীরাও আন্দোলনে নেমেছে। অটোয়ার বিক্ষোভকারীরা সংসদ অভিমুখে মিছিল করেছে। তারা ব্রুন্সউইকের বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
‘রেক্সটন’ এলাকায় কাদাশিলা বা শেলের স্তরে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। এ কারণেই ওই এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য যন্ত্রপাতি এনেছে একটি কোম্পানি। কিন্তু স্থানীয় জনগণ বলছে, এর ফলে ওই এলাকার পানি দূষিত হয়ে পড়বে।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ