মালিতে বিদেশি আগ্রাসন: ২ হাজার সেনা মোতায়েন রাখবে ফ্রান্স
ইউরো সংবাদ: মালিতে দুই হাজার সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাঁ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তারা মালিতে দুই হাজারের বেশি সেনা মোতায়েন রাখবে এবং চলতি বছরের শেষ পর্যন্ত তারা সেখানেই থাকবে।
গত ১১ জানুয়ারি থেকে মালির গেরিলাদেরকে মোকাবিলার অজুহাতে সেখানে আগ্রাসন শুরু করেছে ফ্রান্স। মালিতে ফ্রান্সের নেতৃত্বাধীন যুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছে। মালির উত্তরাঞ্চলে মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে বলেও এর আগে খবর বেরিয়েছে।
অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, স্বর্ণ ও ইউরেনিয়ামসহ অঢেল প্রাকৃতিক সম্পদ থাকায় ফরাসি আগ্রাসনের শিকার হয়েছে আফ্রিকার দেশ মালি।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France