পরমাণু ইস্যুতে অগ্রগতি হলে নিষেধাজ্ঞা উঠে যাবে: রাশিয়া
ইউরোবিডি২৪নিউজঃ ব্লুমবার্গ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি হলে তেহরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কারণ থাকতে পারে না।
তিনি বলেন, ‘আলোচনায় যদি অগ্রগতি হয় তাহলে কেন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আমরা একমত হতে পারব না। তবে নিষেধাজ্ঞা তুলে নিতে সঠিক সময় নির্ধারণ করতে হবে এবং এ জন্য আলোচনা প্রয়োজন।’
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ অক্টোবর ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সর্বশেষ পরমাণু আলোচনা হয়েছিল। এরপর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়- আগামী ৭ ও ৮ নভেম্বর দু’পক্ষ আবার আলোচনায় বসবে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ