• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করতে পারে জার্মানি

| অক্টোবর 29, 2013 | 0 Comments

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডরিখ

ইউরো সংবাদ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডরিখ বলেছেন, দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ আড়ি পেতে বা গোপনে শোনার কারণে মার্কিন কূটনীতিকদেরকে জার্মানি থেকে বহিষ্কার করা হতে পারে।

তিনি আড়িপাতার ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন।

অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ গোপনে রেকর্ড করার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকে জানতেন বলে যে স্বীকারোক্তি করেছেন তার এক দিন পর জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্ভাবনার কথা জানালেন। তিনি বলেছেন, জার্মানি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে, বিশেষ করে এই গোয়েন্দাবৃত্তির পদ্ধতি ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছে।

হ্যান্স পিটার ফ্রেডরিখ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গোয়েন্দাবৃত্তির ঘটকরা যদি বার্লিনে অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকরা হয়ে থাকেন তাহলে তাদেরকে আইনি পরিণতি ভোগ করতে হবে এবং তারা যদি এ ঘটনায় জড়িত হয়ে থাকেন তাহলে তাদেরকে জার্মানি ত্যাগ করতে হবে।

 তিনি আরো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মার্কিন গোয়েন্দাবৃত্তির শিকার হয়েছেন এবং এতে জার্মান আইন লঙ্ঘন করা হয়েছে।

 এর আগে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-পিটার ফ্রেডরিখ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার পর ওয়াশিংটনের ওপর আর আস্থা রাখতে পারে না বার্লিন।

 তিনি আরো বলেন, যারা আড়িপাতার ঘটনায় জড়িত তাদের প্রত্যেকের বিচার করতে এবং আড়িপাতা সংক্রান্ত সব তথ্য অনতিবিলম্বে প্রকাশ করতে হবে।

জার্মান সাপ্তাহিকী ডার শ্পেগিল শনিবার জানায়, দেশটি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে গত ১০ বছরের বেশি সময় ধরে আড়ি পেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)’র গোপন নথিপত্রের ভিত্তিতে এ খবর প্রকাশ করে পত্রিকাটি। এতে বলা হয়েছে, এনএসএ’র স্পেশাল কালেকশন সার্ভিস (এসসিএস) জার্মান চ্যান্সেলরের ফোনকে ২০০২ সাল থেকে তালিকাভুক্ত করেছে বলে এনএসএর গোপন নথিপত্রে দেখা গেছে।

 এ ছাড়া, চলতি বছরের জুন মাসেও এ তালিকায় অ্যাঙ্গেলা মার্কেলের ফোন নম্বর ছিল বলে উল্লেখ করেছে ডার শ্পেগিল। অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে আড়িপাতাকে কেন্দ্র করে যখন আমেরিকা ও জার্মানির মধ্যে তীব্র টানাপোড়েন চলছে তখন এ চাঞ্চল্যকর খবর দেয় পত্রিকাটি।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply