• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার বৃটেনের মুসলমানরা

| অক্টোবর 30, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বৃটেনের ব্রিস্টল শহরের মুসলমানরা। বিবিসির করা এক গোপন তথ্যচিত্রে এ খবর জানা গেছে।

দুইজন সাংবাদিক ছদ্মবেশে এ তথ্যচিত্র তৈরির কাজ করে। তাদের মধ্যে একজন সাংবাদিক ইসলামী পোশাক পরে শহরের দোকানগুলোর জানালায় টানিয়ে রাখা ৪০টি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে চাকরির জন্য যায়। অন্যজন যায় পশ্চিমা পোশাক পরে।দুইজন সাংবাদিকই একই ধরনের যোগ্যতা ও বয়স নিয়ে চাকরিদাতাদের কাছে যায়। এমনকি তাদের সিভিতে দেখানো হয়েছে তারা দুইজনই ম্যানচেস্টারের বাসিন্দা।  ইসলামী পোশাক পরা সাংবাদিক তার নামের সঙ্গে মোহাম্মদও যুক্ত করেছিলেন।

দেখা গেছে, পশ্চিমা পোশাক পরা সাংবাদিককেই চাকরিদাতারা চাকরির জন্য নির্বাচন করেছেন।

এদিকে, বিবিসির ওই গোপন তথ্যচিত্র প্রকাশের পর এ ব্যাপারে ফেইথ অ্যান্ড কমিউনিটিস মন্ত্রী ব্যারোনেস ওয়ারসি উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, প্রচ্ছদ, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply