উভয়লিঙ্গের শিশুদের আইনি স্বীকৃতি দিলো জার্মানি
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপের প্রথম দেশ হিসেবে জার্মানি উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত বাচ্চাদের ‘পুরুষও না, নারীও না’ এমন তালিকার অর্ন্তভুক্ত করে রেজিস্ট্রি করার আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর জন্য অনির্ধারিত লিঙ্গ নামে লিঙ্গীয় বিবেচনার তৃতীয় একটি বিভাগ তৈরি করেছে দেশটি।
এরপর থেকে জার্মানিতে জন্ম নেয়া শিশুদের লিঙ্গ নির্ধারণ করতে সমস্যা হলে তাদের পিতামাতারা আইনানুযায়ী জন্মসনদে লিঙ্গের জায়গা ফাঁকা রাখতে পারবেন।
উল্লেখ্য, সদ্য জন্মগ্রহণকারী শিশুদের পিতামাতাকে জন্মসনদে উল্লেখ করার জন্য সন্তানের লিঙ্গ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ থেকে মুক্ত করতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, জার্মান, জার্মান, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ