ফ্রান্স এ শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
অনুপম বড়ুয়া টিপু, ফ্রান্স : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত ২৭ অক্টোবর রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানকে ঘিরে মুখর হয়ে উঠে ছিল শিল্প সংস্কৃতির প্রান কেন্দ্র ফ্রান্স এর লা কুরনব শ্রীলঙ্কান বিহার । বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত এ কঠিন চীবর দানোৎসব পরবাসী মানুষ দের একটু ঝড়ো হাওয়া বয়ে দেয় পরিচছণ্ণ উৎসবের আমেজ। পূর্ণ ধমীয় বাতা বরণে এ ধর্মীয় উৎসবে প্রতি বছর শ্রীলঙ্কান সহ বিদেশীদের ঢল নামে। এবারও অনুষ্ঠানে সমাগম ঘটে অসংখ্য মানুষের। কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, শোভাযাএা ,সংঘদান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজাসহ বিকালে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় । শ্রীলঙ্কান দের বিহার হলেও প্রচুর বাংলাদেশী বৌদ্ধদের সমাগমে মিলন মেলায় পরিনত হয়েছিল কিছু সময়ের জন্য,এই কষ্টের শহরে।
Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ