মালিতে দুই ফরাসি সাংবাদিক অপহরণ
ইউরোবিডি২৪নিউজঃ মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর কিদাল থেকে দুই জন ফরাসি সাংবাদিককে অপহরণ করেছে বন্দুকধারীরা। কিদালের গভর্নর ও নিরাপত্তা কর্মকর্তারা শনিবার রয়টার্সকে এ খবর জানিয়েছে।
কিদালের গভর্নর কর্নেল আদামা কামিসুকু রয়টার্সকে জানান, “চারজন বন্দুকধারী দুই ফরাসি সাংবাদিককে অপহরণ করেছে বলে আমি নিশ্চিত হয়েছি। ফরাসি ওই দুই সাংবাদিক গত মঙ্গলবার মালির রাজধানী বামাকো থেকে কিদালে যান।”
উল্লেখ্য, মালির সেনাবাহিনীর কাছ থেকে উত্তরাঞ্চলীয় কিদালসহ বিশাল অঞ্চল ইসলামপন্থীরা দখল করে নিয়েছিল। তারা সেখানে ইসলামী শরীয়াহ আইন চালু করে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের সাবেক উপনিবেশ মালির সেনাবাহিনী ফরাসি বাহিনীর সহায়তা কামনা করলে তারা সেখানে বিমান হামলা চালায়। কয়েকদিনের বিমান হামলায় ইসলামপন্থীরা সেখান থেকে পিছু হটে। তখন থেকেই ফরাসিদের প্রতি ক্ষিপ্ত মালির ইসলামপন্থী বিদ্রোহীরা।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ