মালিতে দুই ফরাসি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
ইউরো সংবাদ: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুই ফরাসি সাংবাদিকের হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কিদাল শহর থেকে শনিবার রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের ওই দুই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়। একটি সশস্ত্র গোষ্ঠী এর আগে তাদেরকে অপহরণ করেছিল।
শহরটিতে তারা তুয়ারেজ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী- ন্যাশনাল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আজাওয়াদের (এমএনএলএ) একজন মুখপাত্রের সাক্ষাতকার নিতে গিয়েছিলেন। কিন্তু শনিবার সকালে ওই মুখপাত্রের বাসভবনের বাইরে থেকে দুই ফরাসি সাংবাদিককে অপহরণ করা হয়।
শনিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে নিহতদের পরিবারের পাশাপাশি ফরাসি সরকারকে সমবেদনা জানায়। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতাপীড়িত এলাকায় দায়িত্ব পালনরত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও তাদের সহকারীরা বেসামরিক ব্যক্তি হিসেবে বিবেচিত হন এবং সব পক্ষের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিবৃতিতে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য মালি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ