• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ওবামার ফোনেও আড়ি!

| নভেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ দু’দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মন্তব্য করেছিলেন এনএসএ’র গুপ্তচরবৃত্তিতে একটু বাড়াবাড়িই হয়ে গেছে। এবার কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল আশঙ্কা প্রকাশ করলেন এনএসএ খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোনেও আড়ি পেতেছে কিনা।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে আড়ি পাতার পাশাপাশি ফ্রান্স ও স্পেনের লাখ লাখ ফোনালাপে আড়ি পাতার ঘটনা প্রকাশ হবার পর থেকে ইউরোপের মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এছাড়াও এনএসএর উপর অভিযোগ এসেছে যে ইন্টারনেট জায়ান্ট ইয়াহু এবং গুগলের সার্ভারেও তাদের অনুপ্রবেশ ছিল। ফক্স নিউজের সংবাদ প্রতিবেদন অনুযায়ী ব্লুমবার্গ টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে পল এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে এনএসএ যা করে আসছে তা সীমা অতিক্রমেরই সংজ্ঞা বলা চলে। সংস্থাটির গোপন নজরদারি কার্যক্রম নিয়ে সুপ্রিমকোর্টের সামনে উন্মুক্ত আলোচনা ও বিতর্ক হওয়া উচিত। মিত্র রাষ্ট্রপ্রধানদের উপর এনএসএর আড়ি পাতার খবর ওবামা জানতেন না এটাকে বিশ্বাস করতে কষ্ট হয় বলে মন্তব্য করেন র‌্যান্ড পল।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply