মোটা ঘাড়ের পুরুষেরা সঙ্গিনীকে খুশি রাখতে অক্ষম!
ইউরোবিডি২৪নিউজঃ ১৬ ইঞ্চির বেশি মোটা ঘাড়ের পুরুষেরা বিছানায় সঙ্গীকে খুশি রাখতে অক্ষম। এমনই তথ্য পাওয়া গেছে এক গবেষণায়। গবেষণা করেছে তুরস্কের আঙ্কারার ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন। গবেষক দল ৯২ জন ৪০ থেকে ৬০ বছর বয়সী পুরুষের মধ্যে পরীক্ষা করে এই তথ্যটি প্রকাশ করেছে। গবেষকরা জানান, পুরুষরা নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবেন না এটি কিন্তু এমন ব্যতিক্রম গবেষণা যে বিশ্বে এটিই প্রথম।নতুন এই গবেষণায় দেখা যায় যাদের ঘাড়ের মাপ ১৬.৩ ইঞ্চির বেশি তারা মূলত ইরেকটাইল ডিসফাংশনে (ইডি) ভুগছেন।
৯০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে এ কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেন, বিশ্বব্যাপী ৪০ থেকে ৭০ বয়সী অনেক মানুষ এই ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন। আর যারা এই ধরনের সমস্যায় আছেন তারা বিছানায় সঙ্গীকে খুশি করতে পারেন না। গবেষকরা আরো বলেন এই সমস্যায় আক্রান্তরা এছাড়াও বিভিন্ন রোগে ভোগেন। তাই যাদের ওজন বেশি তাদেরকে ওজন কমানোর পরমর্শও দেন গবেষকরা। ইংল্যান্ডের সেইন্ট মেরি হাসপাতালের কনসালটেন্ট ডা: ডেভিড গোল্ডমেয়ার বলেন, এটা আসলেই চমৎকার একটি গবেষণা। ঘারের আকৃতি মোটা হলে যৌন ক্ষমতা কমার পাশাপাশি ঘুমের মধ্যে তাদের নাক ডাকার পরিমাণও বৃদ্ধি পায়।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, লাইফ স্টাইল