মোশাররফকে মুক্তির দেয়ার নির্দেশ দিল আদালত
ইউরোবিডি২৪নিউজঃ পাকিস্তানের একটি আদালত সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা এবং এক সামরিক অভিযানে লাল মসজিদের ইমাম হত্যার মামলা থেকে মোশাররফ ইতিমধ্যেই জামিন পেয়েছেন।
লাল মসজিদ অভিযানের মামলা থেকে জামিন পাওয়ার দুইদিন পর গতকাল মোশাররফকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ ওয়াজিদ আলী এক নির্দেশে বলেছেন, মোশাররফের আইনজীবী দু’টি মামলায় জামিনের অর্থ জমা দেয়ার পর তাকে মুক্তি দেয়া উচিত। আইনজীবীরা জানিয়েছেন, ইসলামাবাদের খামার বাড়িতে আদালতের লিখিত নির্দেশ পাঠানোর পর সাতমাস গৃহবন্দি থাকা মোশাররফ মুক্তি পাবেন। মোশাররফের আইনজীবী ইলিয়াস সিদ্দিকী বলেছেন, সাবেক প্রেসিডেন্ট এখন মুক্ত তিনি যেখানে খুশি যেতে পারেন। তিনি বলেছেন, তাকে সব মামলা থেকেই জামিন মঞ্জুর করা হয়েছে। এখন আর তার চলাফেরায় কোন বাধা নেই। বহির্গমন ব্যক্তিদের নিষেধাজ্ঞার তালিকা থেকেও তিনি মোশাররফের নাম প্রত্যাহারের দাবি জানান।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ