• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইন্ডিয়ান ওপেনে গলফের শিরোপা জিতলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান

| নভেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ রোববার প্রথম বাংলাদেশী হিসেবে সাড়ে ১২ লাখ মার্কিন ডলার প্রাইজ মূল্যের হিরো ইন্ডিয়ান ওপেন গলফের শিরোপা জিতলেন সিদ্দিকুর রহমান।

তীব্র লড়াইয়ের পর ভারতের অর্নিবাণ লাহিড়ি, ফিলিপাইনের অ্যাঞ্জেলো কুই ও ভারতের এসএসপি চৌরাসিয়াকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান লাভ করেন দেশসেরা এই গলফার। সব মিলিয়ে পারের থেকে ১৪টি শট কম খেলেছেন তিনি। আর পারের চেয়ে ১৩টি করে কম শট খেলে ইন্ডিয়ান ওপেনে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ভারতের অর্নিবাণ লাহিড়ি ও এসএসপি চৌরাসিয়া।

সিদ্দিকুর ২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ের পর দ্বিতীয় শিরোপা হিসেবে ইন্ডিয়ান ওপেনের খেতাব হাতে ওঠালেন। তাছাড়া দেশসেরা এই গলফার এবারই প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গলফের বিশ্বকাপেও অংশগ্রহণ করবেন।

দিল্লি গলফ ক্লাব মাঠে ৭-১০ নভেম্বর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেতাব জেতার জন্য প্রাইসমানি হিসেবে ছয় লাখ মার্কিন ডলার পুরস্কার পাবেন সিদ্দুকুর।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ, স্পোর্টস

About the Author ()

Leave a Reply