ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ইরানের ব্যবসায়ীরা
ইউরো সংবাদ: পরমাণু ইস্যুতে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে সম্ভাব্য চুক্তি বানচাল করে দেয়ায় ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন ইরানের ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে ইরানের ব্যবসায়ীরা ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে দেয়ার বিষয়টি বিবেচনা করছেন।
গতকাল জেনেভায় টানা তিনদিনের আলোচনা শেষে চুক্তির আগ মুহূর্তে ফ্রান্সের বিরোধিতার কারণে তা আর করা যায়নি। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের ব্যবসায়ীরা এ চিন্তা করছেন। এ বিষয়ে রাজধানী তেহরানে ইরানের ব্যবসায়ীদের একটি দল আজ (রোববার) বৈঠক করেছে।
ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ইরানের সঙ্গে ব্যবসা ও শিল্প ক্ষেত্রে ফ্রান্সের বড় ধরনের অংশীদারিত্ব রয়েছে। কিন্তু এবারের জেনেভা বৈঠকে ফ্রান্সের ভূমিকার কারণে দেশটিকে বাদ দিয়ে ইরানের ব্যবসায়ীরা বিকল্প কোনো দেশকে খুঁজে নেয়ার কথা বিবেচনা করছেন। তারা বলছেন, ফ্রান্সের এ ভারসাম্যহীন ভূমিকার কারণে এ দেশটিকে ইরানি ব্যবসায়িরা ভালো অংশীদার হিসেবে আর মেনে নিতে পারছেন না।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ