• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

| নভেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ দক্ষিণ আফ্রিকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ২১ জনকে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। নিহতদের ২৬ জন ঘটনাস্থলে ও ৩ জন প্রাণ হারান হাসপাতালে নেয়ার পর। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাস ও ট্রাকটির চালকের ভাগ্যে কি ঘটেছে, তা জানা যায়নি। সরকারের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। রাজধানী প্রিটোরিয়ার ১০০ কিলোমিটার পূর্বে কোয়াগাফন্টেইন শহরতলির কাছে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এমপুমালাঙ্গা প্রদেশের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জোসেফ মাবুজা বলেন, ট্রাকটি নির্ধারিত লেন ছেড়ে পাশের লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাক-চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনা ঘটায় বলে জানান ওই মুখপাত্র।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply