গ্রিসে ব্যয় সঙ্কোচনের প্রতিবাদে আবারো হাজার মানুষের বিক্ষোভ
ইউরো সংবাদ: গ্রিসের রাজধানী এথেন্সে ব্যয় সঙ্কোচন নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির পার্লামেন্টে যখন সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট চলছে ঠিক তখন রাজধানীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হল।
রোববার এ বিক্ষোভের আয়োজন করে দেশটির বামপন্থী বিরোধী দল সিরিজা পার্টি। তারা পার্লামেন্ট ভবনের বাইরে সরকারের ব্যয় সঙ্কোচন নীতি বিরোধী শ্লোগান দেয়। তারা সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানায়।
গতকাল পার্লামেন্টে প্রধানমন্ত্রী এন্তোনিস সামারাস সরকারের বিরুদ্ধে বিরোধী দলের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রস্তাবের পক্ষে ৩০০ সদস্যের মধ্যে ১২৪টি ভোট পড়ে। বাকি ১৫৩ জন সদস্য তা প্রত্যাখ্যান করে।
গত ৮ নভেম্বর দেশটির পার্লামেন্টে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের ওপর এ বিতর্ক শুরু হয়, তারপর তা ভোটাভুটির পর্যায়ে গড়ায়।
ইউরোপজুড়ে চলমান অর্থনৈতিক মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস। সঙ্কট উত্তরণে আন্তর্জাতিক মহল থেকে বেশ কঠোর শর্তে ঋণ নিয়েছে দেশটির সরকার।
এসব শর্ত অনুযায়ী, কঠোর ব্যয় সঙ্কোচন নীতির আওতায় ২০১৩ সালের মধ্যে সরকারি পর্যায়ে চার হাজার চাকরিচ্যুতি ও ২৫ হাজার কর্মীকে আবার নিয়োগ করতে হবে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Greece, শীর্ষ সংবাদ