অপারেশন থিয়েটারে নাচলেন এক মহিলা!
ইউরোবিডি২৪নিউজঃ আর কিছুক্ষণ পরই ক্যান্সারের দরুণ অস্ত্রপচার করে তার দুটি স্তনই কেটে ফেলা হবে। এ অবস্থায় পড়লে অনেকেই হয়তো প্রচণ্ড দুঃখে মুষড়ে পড়তেন। কিন্তু সেটা না করে অপারেশন থিয়েটারেই অস্ত্রোপচার উপলক্ষে ডান্স পার্টি আয়োজন করে চমক সৃষ্টি করেছেন ডিবোরা কোহান নামে এক নারী।
সম্প্রতি এমন একটি ভিডিও ঝড় তুলেছে ইউটিউবে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোর মাউন্ট জিয়ন হাসপাতালের অপারেশন থিয়েটারে মেডিকেল টিমের সঙ্গে ডিবোরার অদ্ভুত এই নাচ দেখেছেন প্রায় সাড়ে ত্রিশ লাখ মানুষ।
জানা যায়, নিজেকে একজন চিকিৎসক দাবি করা ডিবোরা অস্ত্রোপচারের আগে হঠাৎ করেই মেডিকেল টিমের কাছে আবদার করে বসেন, তিনি প্রখ্যাত পপ গায়িকা বিওন্সের ‘গেট মি মিনিটস’ গানের সঙ্গে নাচতে চান। আর তার নাচ ভিডিও করে রাখেন মেডিকেল টিমের এক চিকিৎসক।
এদিকে দুই স্তন অপসারণের আগে এত হাসিখুশি থাকায় ডিবোরার সাহসের জন্য তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিনোদন