• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের বিরোধী দল ইউএমপির নতুন নেতৃত্ব নির্ধারণী ভোট আগামী সেপ্টেম্বরে

| ডিসেম্বর 18, 2012 | 0 Comments

ফ্রান্স ডেস্ক: ফ্রান্স এর ডানপন্থী বিরোধী দল ইউএমপি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী ফ্রাসোয়া ফিলো এবং জাঁ ফ্রাসোয়া কোপে আগামী সেপ্টেম্বরে দলটির নতুন নেতৃত্ব নির্ধারণী ভোটে অংশ গ্রহণ করার সিদ্ধান্তে গত ১৬ ডিসেম্বর একমত হয়েছেন। এতে করে ফ্রান্সের প্রধান বিরোধী দল ইউএমপি বড় ধরনের ভাঙ্গনের হাত থেকে রেহাই পেল।

সাত মাস আগে সাবেক রাষ্ট্রপতি নিকোলা সারকোজির নির্বাচনে পরাজয়ের পর, ফ্রাসোয়া ফিলো এবং জাঁ ফ্রাসোয়া কোপের দলীয় নেতৃত্ব নিয়ে দলটি ভাঙ্গনের মুখে পড়ে।  গত মাসে দলীয় নেতৃত্বে জয়ী হওয়ার পর ফ্রঁসোয়া কোপে ১৬ ডিসেম্বর টেলিফোনে ফ্রঁসোয়া ফিলোর সাথে আলোচনা করে নেতৃত্ব নির্বাচন প্রতিযোগিতার নতুন ভোট গ্রহণের বিষয়ে সম্মত হন।

উল্লেখ্য গত  ১৯ নভেম্বর ১,৭৩,০০০ জন ভোটার দলটির দলীয় প্রধান নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে দুই প্রার্থীই জাল ভোটের অভিযোগ এনে নিজেকে বিজয়ী দাবী করেন। ঐ দিন ফ্রঁসোয়া কোপেকে ৯৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হয় অপর দিকে ফ্রঁসোয়া ফিলোঁ ২৬ ভোটে নিজেকে বিজয়ী দাবী করেন।

পরে এই জটিল সমস্যা সমাধানের জন্য পার্টির নির্বাচনী আপিল কমিশন উদ্যোগ নেয় এবং এক সপ্তাহ যাচাই বাছাইয়ের পর ২৬ নভেম্বর কমিশন ফ্রঁসোয়া কোপেকে ৯৫২ ভোটে ইউএমপি এর দলীয় প্রধান হিসাবে ঘোষণা করেন।কিন্তু সাবেক প্রধান মন্ত্রী ফ্রঁসোয়া ফিলোঁ কমিশনের এই সিদ্ধান্তকে অবৈধ বলে দাবী করেছেন।

এরপর থেকে নেতৃত্ব নির্বাচন প্রতিযোগিতার নতুন ভোট গ্রহণের তরিখ নিয়ে ফ্রাসোয়া ফিলো এবং জাঁ ফ্রাসোয়া কোপে এর মধ্যে চরম বিতর্ক এবং অনৈক্য তৈরি হয়। ফ্রাসোয়া ফিলো মার্চ ২০১৩ এর মধ্যে নির্বাচনের প্রস্তাব রাখলেও তার প্রতিদ্বন্ধী মার্চ ২০১৪ এর মধ্যে কোনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে রাজি হননি। পরে দুই নেতার ‍অপোস আলোচনার মধ্য দিয়ে আগামী সেপ্টেম্বর ২০১৩ এ নতুন নির্বাচনের বিষয়ে তারা একমত হয়েছেন।

এক স্বাক্ষাতকারে কোপে বলেছেন তিনি আপোস মিমাংসায় সন্তুষ্ট।তিনি অরো বলেন- ‘নেতৃত্ব নির্বাচন প্রতিযোগিতার নতুন ভোট গ্রহণের তারিথ নির্ধারণ আমাদের জন্য শেষ চ্যালেঞ্জ ছিল।’

এদিকে ফ্রাসোয়া ফিলো ফ্রাসোয়া কোপেকে স্বাগত জানিয়ে আগামী সেপ্টেম্বরে ভোট গ্রহণের বিষয়ে সম্মতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

গত মে মাসে নির্বাচনী পরাজয়ের পর যদিও দলে সারকোজির কোন দলীয় পদবী নেই  তোবুও তিনি দলের এই সম্ভাব্য ভাঙ্গনে উদ্বিগ্ন কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২০১৭ এর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। দলের এহেন পরিস্থিতি নিরসন না হলে ইউএমপির জন্য ২০১২ এর ঘটনার পূনরাবৃত্বি ঘটতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স

About the Author ()

Leave a Reply