• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ

| ডিসেম্বর 21, 2012 | 0 Comments

ফ্রান্স কমিউনিটি:  ফ্রান্সস্থ বাংলাদেশ দুতাবাসের সামনে ফ্রান্সে অবস্থিত বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন বাংলাদেশে ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ২০ ডিসেম্বর এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে আগতরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং গনতন্ত্র পরিপন্থি আচরনের প্রতীক হিসাবে বিভিন্ন ধরনের ব্যানার , ফেস্টুন ও স্লোগান তুলে ধরেন।

‘Stop judicial killing, stop human rights violation in Bangladesh, Raise your voice against injustice.’ -এ ধরণের স্লোগান দিয়ে আগতরা মানবাধিকার এবং বিচার  বহির্ভূত হত্যা বন্ধ করার জোর দাবি জানান এবং এসব বন্ধে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ মালেক, এম এ তাহের, আব্দুল মান্নান আজাদ, অধ্যাপক ইকবাল খান ও জুনেদ আহমেদ।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply