• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানিতে রাজনৈতিক প্রার্থীদের তথ্য সংগ্রহ

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: যে সব মানুষ নিজ দেশে রাজনৈতিক ক্ষেত্রে নির্যাতনের শিকার, তাঁদের জার্মানিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিধান রয়েছে৷ তবে কঠোর পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান করার পরই এই অনুমতি দেওয়া হয়৷

জার্মানিতে থাকার অনুমতি পাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের নানা রকম পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হতে হয়৷ সংশ্লিষ্ট দপ্তরে নানা রকম প্রশ্ন করা হয় তাঁদের৷ বিশেষ করে, তাঁরা রাজনৈতিক নিপীড়নের শিকার কিনা – তা জানতে চাওয়া হয়৷ কোন পথে তাঁরা জার্মানিতে এসেছেন সেটাও জিজ্ঞাসা করা হয়৷ এইভাবে বের করার চেষ্টা হয় যে, তাঁরা কোনো অপরাধী দালাল চক্রের মাধ্যমে জার্মানিতে ঢুকেছেন কিনা৷ কিংবা জার্মানিতে আসার আগে ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে অবস্থান করেছেন কিনা৷ সে রকম হলে, আইন আনুযায়ী সেই দেশেই ফিরে যেতে হয় আশ্রয়প্রার্থীদের৷

তৎপর গোয়েন্দা সংস্থাগুলিও

এ সব ব্যাপারে খোঁজ-খবরের জন্য আরো একটি দপ্তরকে সম্পৃক্ত করা হয়৷ ১৯৫৮ সাল থেকে এই সংস্থাটি গোয়েন্দা প্রতিষ্ঠানের মতো কাজকর্ম করে৷ অর্থাৎ, সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে তারা৷ যেমন, কেউ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা কিংবা কারো অস্ত্রভাণ্ডারের খবর জানা আছে কিনা ইত্যাদি ইত্যাদি৷ এসব তথ্য জার্মানির বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলিকেও জানানো হয়৷

রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আইনজীবীদের অনেকেই এই দপ্তরটি সম্পর্কে খবরাখবর রাখেন৷ তাঁদেরই একজন ভিক্টর পাফ৷ তবে তিনি ঐ সংস্থার (এইচবিডাব্লিউ) কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে সন্তুষ্ট৷ পাফ জানান, তাঁর ৪০ বছরের পেশা জীবনে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের কেউ এই দপ্তরটি সম্পর্কে অভিযোগ করেননি৷ বরং উল্টোটাই লক্ষ্য করেছেন তিনি৷ আবেদন সংক্রান্ত প্রক্রিয়া যাতে দ্রুত গতিতে হয়, সে জন্য এই দপ্তরের সাহায্যও পেয়েছেন পাফ৷

দ্রুত সিদ্ধান্ত পাওয়ার আশা

প্রয়োজনীয় তথ্য দিতে পারলে থাকার অনুমতি বা পাসপোর্টও দ্রুত পেয়ে যান তাঁর ক্লায়েন্টরা৷ তবে সমস্যা হলো, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জেরা করার সময় যদি গোপনে গোয়েন্দারা তা শুনে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দেয়৷ সে ক্ষেত্রে বিষয়টি সন্ত্রাসীদের কানে পৌঁছালে তথাকথিত ‘বিশ্বাসঘাতকের’ ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে তারা, হত্যাও করতে পারে৷ এ ধরনের ঘটনার সম্মুখীন কখনও হননি পাফ, তবে সহকর্মীদের কাছে শুনেছেন৷

ক্লাউস উলরিশ প্র্যোলস কোলনের শরণার্থী পরিষদের ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি জানান, কীভাবে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের অনেকে গোয়েন্দা সংস্থার লোকজনের জেরার সম্মুখীন হন৷ তাঁর কথায়,‘‘অনেকে আশা করেন এইভাবে তাঁদের আবেদনের প্রক্রিয়াটা দ্রুত হবে৷ অনেকে বিষয়টি বুঝতেই পারেন না৷” এই ধরনের দপ্তরের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেন প্র্যোসল৷ ‘মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ বা এনএসএ-র ঘটনার পর এই সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না যে, বিভিন্ন তথ্যাবলী বিদেশেও চলে যেতে পারে৷

সতর্ক থাকতে বলেন আইনজীবীরা

রাজনৈতিক আশ্রয় আইন সংক্রান্ত কোলনের আর এক আইনজীবী কোশুয়াশভিলি৷ তিনি এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন৷ এমনকি দোভাষীদের ব্যাপারেও সতর্ক থাকার কথা বলেন তিনি৷ প্রায়ই লক্ষ্য করা যায় দোভাষীরা নিজস্ব মতামতও অনুবাদের সময় দিয়ে থাকেন৷ তাঁর ক্লায়েন্টদের অনেকেই এই অভিযোগ করেছেন যে, তাঁরা কথাটি ওভাবে বলেননি৷

কোশুয়াশভিলি নিজে জন্মসূত্রে জর্জিয়ান৷ তাঁর স্বদেশ থেকে আসা মক্কেলদের ভাষা ও আইনগত সহায়তা যথাযথভাবে দিতে পারেন তিনি৷ তবে রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত দপ্তর থেকে প্রার্থীদের জেরা করার সময় আইনজীবীদের উপস্থিত থাকার অনুমতি প্রায় দেওয়াই হয় না৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German

About the Author ()

Leave a Reply