• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অজগর সাপের পেটে আস্ত মানুষ!

| নভেম্বর 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পাইথন বা অজগর সাপের কথা বললে অনেকেই আতঙ্কগ্রস্থ হন। তবে ইন্টারনেটে ঘুরে বেড়ান একটি অতিকায় পাইথনের ছবি এখন সারা বিশ্বেই আতঙ্কের পাশাপাশি আলোড়ন তুলেছে। জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি মেইলে সেই আলোচিত পাইথনের ছবিটি প্রকাশের পরপরই লাখো-কোটি অনলাইন ব্যবহারকারীদের নজরে আসে এটি। এখনও ছবিটি নিয়ে শতভাগ নিশ্চিত না হলেও গুজবের শীর্ষে উঠে এসেছে এটি।

সাধারণ অনলাইন ব্যবহারকারীদের দাবি, এই পাইথনটি আস্ত মানুষ খেয়েছে! অতিকায় পাইথনটির পেটে মানুষ রয়েছে বলে খবর প্রচারিত হলেও এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রাণী বিশেষঙ্গরা। তবে ছবিটি ফটোশপ করা বা ভূয়া হতে পারে বলেই তাদের মত।

কিন্তু নিকট অতীতেই পাইথনের খাবার হিসেবে আস্ত মানুষ খেয়ে ফেলার উদাহরণ এই ছবিটিকে আরো আতঙ্কিত হওয়ার মত বলেই মনে করা হচ্ছে। ২০০২ সালে আফ্রিকাতেই প্রথম পাইথনের পেটে যাওয়া ঘটনায় যোগ হয় আস্ত মানুষ। তখন থেকেই ধারণা করা হয়, পাইথনের খাবারের তালিকায় রয়েছে মানুষ!

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিনোদন

About the Author ()

Leave a Reply