• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রিজভী গ্রেপ্তার, বিএনপি কার্যালয় তছনছ, নতুন মুখপাত্র সালাহউদ্দিন

| নভেম্বর 30, 2013 | 0 Comments

দেশের খবর: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

  (শনিবার) ভোর সোয়া ৪টার দিকে নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ সাংবাদিকদের ওপর হামলা করে এবং সময় টেলিভিশনের ক্যামেরা ভাংচুর করে।

 নয়াপল্টনে কার্যালয়ের স্টাফ আরিফুর রহমান তুষার জানান, নয়া পল্টনের কার্যালয়ের প্রধান ফটক ভেতর থেকে তালা লাগানো ছিল। ভোর চারটার দিকে ডিবি সদস্যরা প্রধান গেইট দিয়ে না ঢুকে দ্বিতীয় তলার বিকল্প কোনো পথে  কার্যালয়ে প্রবেশ করে। এরপর ডিবি সদস্যরা মহাসচিবের কক্ষ ও রুহুল কবির রিজভীর কক্ষে ঢুকে আলমারি, চেয়ার-টেবিল ভাঙচুর করে। তাদের কক্ষের  কম্পিউটারের হার্ডডিস্ক ও কাগজপত্র জব্দ করে।

 ভোর ৪টা ২০ মিনিটে তারা তৃতীয় তলায় দলের মহাসচিবের কক্ষের দরজা ভেঙে রিজভীকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ও বেলালকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায়।

 অভিযানের সময় গোয়েন্দা পুলিশ ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ রিপোর্টার শফিক আহমেদ ও জি-টিভির জ্যেষ্ঠ রিপোর্টার গাউসুল আজম  দীপু সেখানে ছিলেন। তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। এছাড়া ভিডিও ধারণের সময় ‘সময় টেলিভিশন’ ও একাত্তর টেলিভিশনের ক্যামেরাও পুলিশ কেড়ে নিয়ে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত কিছুদিন ধরে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন রুহুল কবির রিজভী। সেখানে থেকে সংবাদ সম্মেলনের পাশাপাশি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও অংশ নিচ্ছিলেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, রিজভী গ্রেপ্তারের পর বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এর আগেও রিজভীর অনুপস্থিতিতে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, ব্রেকিং নিউজ

About the Author ()

Leave a Reply