• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিতর্কিত করের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ; রাস্তা অবরোধে ট্রাক চালকরা

| ডিসেম্বর 2, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে বিতর্কিত পরিবেশবাদী করারোপের প্রতিবাদে দেশজুড়ে রাস্তা অবরোধ করেছে ট্রাক চালকরা। ফ্রান্সের পরিবহন সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে।

 পরিবহন সংগঠনটি জানায় গতকাল (শনিবার) দেশজুড়ে ৪৫০০ ট্রাক র‍্যালিতে অংশ নেয়। যদিও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাকের সংখ্যা ছিল ২২০০টি।

 ফ্রান্সের রেল প্রকল্পে অর্থ যোগানোর জন্য দেশটিতে ভারী যানবাহনের চলাচলের ওপর অতিরিক্ত কর বসানোর পরিপ্রেক্ষিতে এ প্রতিবাদের আয়োজন করেছে বিক্ষোভকারীরা। তারা বলছে, এটা সরকারের খুব ছোট একটা পদক্ষেপ।

 ইউরোপীয় রেল পরিবহন সংস্থার ভিনসেন্ট  টারডেট বলেন, “যতক্ষণ পর্যন্ত এ পদক্ষেপ বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি অব্যাহত রাখব।”

 রাস্তা অবরোধের কারণে ফ্রান্সজুড়ে যানজট বেড়েছে। সেই সঙ্গে স্পেন ও ইতালির সঙ্গে সংযোগ সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।একই দিন, পরিবেশবাদী করের প্রতিবাদে দেশটির রাস্তায় বিক্ষোভ করেছে ৪০ হাজার মানুষ। যদিও স্থানীয় কর্তৃপক্ষ বলেছে ১৭ হাজার।

 ফ্রান্স সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন এ করের মাধ্যমে বার্ষিক ১২ লাখ ডলার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply