• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ার সন্ত্রাসীরা ইউরোপের জন্য হুমকি হয়ে উঠতে পারে: হেগ

| ডিসেম্বর 7, 2013 | 0 Comments

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ

ইউরো সংবাদ:  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদেশি বিদ্রোহীরা ইউরোপের প্রতি হুমকি হয়ে উঠতে পারে।

 বাহরাইনের রাজধানী মানামায় নিরাপত্তা বিষয়ক সম্মেলনের উদ্বোধনি দিনে এ মন্তব্য করেছেন তিনি। সিরিয়া বিষয়ক দ্বিতীয় জেনেভা চুক্তির কয়েক সপ্তাহ আগে এ মন্তব্য করলেন হেগ।

 সিরিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন,  যদি সংঘর্ষ আরও কিছুদিন অব্যাহত থাকে তবে উগ্রাবাদ  বাড়তেই থাকবে এবং মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে তারা সরকারবিহীন অঞ্চল প্রতিষ্ঠা করবে।

 পরিস্থিতির সে রকম মারাত্মক অবনতি ঘটলে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে তার মূল ধকল পোহাতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ইউরোপসহ বিশ্বের অন্যান্য অংশের জন্যও এটি একটি মারাত্মক হুমকি হয়ে উঠবে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply