আর কোন অভিবাসীর মৃত্যু কাম্য নয় : ইইউ
ইউরো সংবাদ: ল্যামপাডুসার মর্মান্তিক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসীর মৃত্যুর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ইউরোপিয়ন ইউনিয়ন(ইইউ)। আর যেন কোন অভিবাসীর এ ধরনের মৃত্যু না হয় সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আকাশ পথে সাগরের উপর নজর রাখা হবে এবং যে কোন বৈধ ভ্রমনে সরাসরি সহায়তা করা হবে অভিবাসীদের।
গত ৩ অক্টবর সমুদ্রপথে অভিবাসী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় শত শত অভিবাসীর মৃত্যু হয়। এতে নড়ে চড়ে বসেন ইইউ লিডাররা। এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে গত বুধবার ইউরোপিয়ন বর্ডার সারভেইল্যান্স সিস্টেমের ঘোষণা দেয় ইইউ কমিশনার এবং হোম অ্যাফেয়ার্স। যা আগামী সোমবার থেকে কার্যকর হবে।
ইইউ বিচারকমন্ডলী এবং হোম অ্যফেয়ার্স মন্ত্রীপরিষদ বিলটি নিয়ে আলোচনার পর আগামী ১৯-২০ ডিসেম্বর ব্রাসেলস-এ অনুষ্ঠিত হতে যাওয়া সামিট সভায় উত্থাপন করা হবে। ইতিমধ্যে ইইউ ২৮টি দেশ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের ধারণা, এবার সত্যিকার অর্থৈ অভিবাসীদের জন্য ইইউ কিছু একটা করছে যা অভিবাসীদের কল্যান বয়ে আনবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ