• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কারাগারে নেয়া হলে ইতালিতে ‘বিপ্লব’ হয়ে যাবে : বার্লুসকোনি

| ডিসেম্বর 14, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: কর জালিয়াতির জন্য এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বৃহস্পতিবার বলেছেন, তাকে জেলে দেয়া হলে ইতালিতে ‘বিপ্লব’ ঘটে যাবে।

কর জালিয়াতির এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বার্লুসকোনি চলতি বছরের গোড়ার দিকে তার পার্লামেন্ট সদস্য পদ হারান।

আইন প্রণেতার পদ হারানোর পর আইনি সুরক্ষা হারালেও ৭৭ বছর বয়সী বার্লুসকোনি ইউরোপ ১কে বলেন, তিনি জেলে যাওয়ার ভয়ে ভীত নন।

রোমে নিজ বাসভবনে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি নিশ্চিত তারা এটি করতে পারবে না। করলে ইতালিতে বিপ্লব ঘটে যাবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি আমাকে কারাগারে পাঠানো কঠিন হবে। আমি আগামী নির্বাচনে বিরাট সংখ্যাগরিষ্ঠতা পাব। আর সর্বোপরি আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি কোনো কিছুকে ভয় পাই না।’ বার্লুসকোনি দেশ ছাড়ার কোনো পরিকল্পনার কথা অস্বীকার করে বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। দেশ থেকে পালিয়ে গিয়ে আমি একজন দেশপ্রেমিক ও রাজনীতিবিদ হিসেবে আমার ভূমিকার অবসান ঘটাতে পারি না।’

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply