• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আমেরিকাকে পেছনে ফেলতে অস্ত্র বিক্রি চার গুণ বাড়াবে রাশিয়া

| ডিসেম্বর 14, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আমেরিকাকে পেছনে ফেলতে অস্ত্র রপ্তানি চার গুণ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এর অংশ হিসেবে ২০২০ সালের মধ্যে অস্ত্র বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা পাঁচ হাজার কোটি ডলার নির্ধারণ করেছে মস্কো। রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোযিন এ তথ্য জানিয়েছেন।

 তিনি বলেছেন, নয়া পরিকল্পনা অনুযায়ী অস্ত্র রপ্তানি চার গুণ বাড়বে। এর মধ্যদিয়ে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশিয়া আমেরিকার কাছাকাছি পৌঁছে যাবে। বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ আমেরিকা বর্তমানে প্রতি বছর গড়ে ছয় হাজার নয়শ’ দশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে থাকে। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ হলেও অর্থের হিসাবে আমেরিকার সঙ্গে তাদের তফাত অনেক।

 রাশিয়া বর্তমানে প্রতি বছর গড়ে প্রায় এক হাজার পাঁচশ’ বিশ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে থাকে। রাশিয়া অস্ত্র বিক্রি বাড়াতে নতুন নতুন ক্রেতার সন্ধান করছে। বিশ্বে ক্রমবর্ধমান যুদ্ধ ও সহিংসতার পেছনে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর ভূমিকা থাকে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply