• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অবশেষে জার্মানিতে সরকার গঠিত হচ্ছে

| ডিসেম্বর 14, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আগামী ৪ বছরের জন্য জার্মানিতে মহাজোট সরকার ক্ষমতায় আসছে৷ জোটের ছোট শরিক এসপিডি দলের সদস্যরা এই জোটের পক্ষে ভোট দেয়ায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর নেতৃত্বে সরকার গঠিত হতে চলেছে৷

শনিবার দুপুরে জোটের শরিক এসপিডি দলের নেতারা জানিয়ে দেন, দলের সদস্যরা মহাজোট সরকারের পক্ষে ভোট দিয়েছে৷ পক্ষে ভোট পড়েছে ৭৫.৯৬, বিপক্ষে ২৩.৯৫৷ ফলে নেতারা নিশ্চিন্ত মনে সরকারের কাজে মন দিতে পারবেন৷ এসপিডি দলের সদস্যদের সম্মতির ফলেখ্রিষ্টীয় গণতন্ত্রী শিবিরেও স্বস্তির নিঃশ্বাস পড়লো৷ ফলাফল নেতিবাচক হলে হয় আবার নতুন করে সবুজ দলের সঙ্গে জোট গড়ার লক্ষ্যে আলোচনা শুরু করতে হতো৷ সেই আলোচনাও ব্যর্থ হলে নতুন করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় থাকতো না৷

জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২২ সেপ্টেম্বর৷ কিন্তু কোনো সম্ভাব্য জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জার্মানিতে সরকার গড়ার পথ মসৃণ হতে পারে নি৷ শেষ পর্যন্ত দুই বড় শিবির আলোচনার মাধ্যমে মহাজোট গড়তে রাজি হয়৷ বড় শরিক খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির সেই জোট সরাসরি অনুমোদন করলেও ছোট শরিক সামাজিক গণতন্ত্রী দল এই সিদ্ধান্ত তুলে দেয় দলের সদস্যদের হাতে৷ জার্মানির ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটে নি৷ প্রায় দুই সপ্তাহ ধরে তারা মহাজোটের পক্ষে বা বিপক্ষে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন৷ শুক্রবার রাতে সেই ব্যালট বার্লিনে পৌঁছয়৷ শনিবার বিকালে ফল জানানোর কথা ছিল৷ কিন্তু গণনা দ্রুত শেষ হওয়ায় দুপুরেই সুখবর ঘোষণা করেন দলের নেতারা৷

এসপিডি দলের ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদের সংখ্যা ৪৭৪,৮২০৷ তাঁদের মধ্যে প্রায় ৩৩৩,৫০০ – অর্থাৎ প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছেন৷ দলীয় আইন অনুযায়ী কমপক্ষে ২০ শতাংশ মতামত জানালে তবেই সিদ্ধান্ত বৈধ হয়৷ বার্লিনে ডাক বিভাগের এক পরিত্যক্ত রেল স্টেশনের গুদামে গণনা হয়েছে৷

গণনা শুরু হওয়ার আগেই আগামী সরকারে এসপিডি দলের মন্ত্রীদের নাম ‘ফাঁস’ হয়ে যায়৷ নেতারা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি৷ ভোটাভুটির ফলাফল জানার আগে তাঁরা আগামী সরকারে তাঁদের ভূমিকা সম্পর্কে কিছু জানাতে চান নি৷

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply